সিডনি, ৮ এপ্রিল :কনকাশনের কাছে হার মেনে নিয়ে অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী প্রতিশ্রুতিবান ওপেনিং ব্যাটসম্যান উইল পুকোভস্কি অবসরের ঘোষণা করেছেন মঙ্গলবার। ২০২১ সালে ভারতের বিপক্ষে কেরিয়ারের একমাত্র টেস্ট খেলেছিলেন পুকোভস্কি। টেস্ট অভিষেকে ৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অবসরের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘মস্তিষ্কের আর ক্ষতি হতে দিতে চাই না।’ চিকিৎসকদের পরামর্শ মেনেই অবসরের ঘোষণা দিলেন এই ওপেনার।উল্লেখ্য, ক্রিকেট খেলতে গিয়ে বারবার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগা পুকোভস্কি ২০২৪ সালের মার্চ থেকেই মাঠের বাইরে।৭ বছরের প্রথম শ্রেণির কেরিয়ারে ৩৬ ম্যাচে ৪৫.১৯ গড়ে পুকোভস্কি করেছেন ২৩৫০ রান। ৭টি সেঞ্চুরি করা ওপেনারের সর্বোচ্চ অপরাজিত ২৫৫। ক্রিকেট ছাড়তে বাধ্য হওয়া পুকোভস্কি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন বাগ্দত্তা এমকে।