Game

1 month ago

Josh Inglis:পাকিস্তান সিরিজে নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া

Josh Inglis
Josh Inglis

 

অ্যাডিলেড, ৬ নভেম্বর  : চলতি পাকিস্তান সিরিজের জন্য বুধবার নতুন অধিনায়কের নাম জানালো অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। এই সিরিজে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট মিচেল মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে।

শুধু তাই নয় পাকিস্তানের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন ইংলিশ। কারণ একদিনের ফ্রিজে শেষ ওয়ানডে ম্যাচে পার্থে থাকবেন না অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড ও ট্রাভিস হেড। চারজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে।


You might also like!