Game

3 weeks ago

ATP Finals:এটিপি ফাইনাল : ভাভাসোরির কাছে হেরেছেন বোপান্না-এবডেন জুটি

Bopanna-Ebden lost to Vavasori
Bopanna-Ebden lost to Vavasori

 

তুরিন, ১২ নভেম্বর  : হার দিয়ে এটিপি ফাইনাল অভিযান শুরু করেছেন ভারতীয় টেনিস খেলোয়াড় রোহান বোপান্না এবং তার অস্ট্রেলিয়ান পুরুষদের দ্বৈত সঙ্গী ম্যাথিউ এবডেন । গ্রুপ পর্বের ম্যাচে সরাসরি সেটে হেরে গেছেন তারা।

সোমবার তুরিনে মাত্র ৫৬ মিনিটে বোপান্না এবং এবডেনকে ইতালিও জুটি সিমোনে বোলেলি এবং আন্দ্রেয়া ভাভাসোরি ২-৬, ৩-৬-এ পরাজিত করে। ভারত-অস্ট্রেলিয়ান জুটি এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রতিপক্ষকে হারিয়েছিল।

চতুর্থ বাছাই বোলেলি এবং ভাভাসোরি, প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে, দ্বিতীয় গেমে তাদের প্রতিপক্ষকে ভেঙে দেয়। এই পরাজয়টি বোপান্না এবং এবডেনের এই বছর ইতালিয়ানদের কাছে টানা তৃতীয় পরাজয় চিহ্নিত করেছে।

বোপান্না এবং এবদেন বব ব্রায়ান গ্রুপে চতুর্থ স্থানে রয়েছেন। বুধবার তারা পরবর্তী গ্রুপ ম্যাচে এল সালভাদরের শীর্ষ বাছাই মার্সেলো আরেভালো এবং ক্রোয়েশিয়ান মেট পাভিচের মুখোমুখি হবে। গত আসরে সেমিফাইনালে উঠেছিল বোপান্না এবং এবডেন জুটি।

You might also like!