সেভিল, ৭ এপ্রিল : গত সপ্তাহে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে দুটি শিরোপা জয় থেকে ছিটকে গিয়েছিল আতলেটিকো মাদ্রিদ। লিগেও সেই একই অবস্থা হচ্ছিল তাদের। বার্সেলোনা ও রিয়ালের দাপটে শিরোপার দৌড় থেকে ছিটকেই যাচ্ছিল তারা । তবে চলতি সপ্তাহে রিয়ালের হার ও বার্সার ড্র আতলেটিকোকে কিছুটা আশা জাগাচ্ছে। আবারও লিগ শিরোপার দৌড়ে ফিরেছে সিমিওনের দল। রবিবার তারা সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে।সেভিয়ার মাঠে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল আতলেটিকো। ম্যাচের সপ্তম মিনিটে লুসিয়ান আগুমে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে এরপর ঘুরে দাঁড়ায় আতলেটিকো। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ। দ্বিতীয় হাফে ম্যাচে স্বাগতিকদের আক্রমণ করে কোণঠাসা করে ফেলে সিমিওনের দল। তবে অনেক চেষ্টার পর গোলের দেখা পেলেনগ্রিজম্যান আলভারেজরা ম্যাচের বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে। লোরেনতের কাছ থেকে পাস পেয়ে একক নৈপুণ্যে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন পাবলো ব্যারিওস। আর এই ২-১ গোলে জয় নিয়েই শিরোপার দৌড়ে ফিরেছে আতলেটিকো। এই ম্যাচ শেষে পয়েন্ট তালিকা দাঁড়ালো- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং আতলেটিকো মাদ্রিদ ৩ দলই ৩০টি করে ম্যাচ খেলেছে।৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ আর ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আতলেটিকো।