Game

2 weeks ago

Champions League: পিএসজির মাঠে হারল অ্যাস্টন ভিলা

PSG 3-1 Aston Villa,Champions League
PSG 3-1 Aston Villa,Champions League

 

প্যারিস, ১০ এপ্রিল: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল পিএসজি। মরগ্যান রজার্স পিএসজিকে এগিয়ে দেওয়ার পর পিএসজির হয়ে একে একে গোলের দেখা পান দিজিরে দুয়ে, খাভিচা কাভারাৎস্খেলিয়া ও নুনো মেন্দেস। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার রক্ষণভাগকে প্রায় সারাক্ষণই ব্যস্ত রেখেছে পিএসজি। আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের পরীক্ষা নিতে ২৯ শটের মধ্যে পিএসজির ১০টিই ছিল গোল লক্ষ্য করে। যার তিনটি শট মার্টিনেজ সেভ করতে ব্যর্থ হন, আর ৭ শটের মধ্যে অ্যাস্টর ভিলার ২টি ছিল লক্ষ্য বরাবর। বুধবার ফিরতি লেগে ভিলার মাঠে মুখোমুখি হবে দুই দল।

You might also like!