Game

1 year ago

Jordan reaches in the final: এশিয়ান কাপ : দুইবারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল জর্ডান

Jordan reaches in the final
Jordan reaches in the final

 

কাতার, ৭ ফেব্রুয়ারি: খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথেই আনন্দ-উল্লাসে ফেটে পড়লেন জর্ডানের খেলোয়াররা। সে উল্লাস যেন থামেই না! হবে নাই বা কেন?এমন দিন যে সে দেশটির ফুটবল ইতিহাসে কখনও আগে আসেনি। এশিয়ান কাপের দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠল জর্ডান। ফিফা র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৩ নম্বরে।

আর ফিফা র‍্যাঙ্কিংয়ে জর্ডানের অবস্থান ৮৭ নম্বরে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ছয়বারের সাক্ষাৎকারে একবারও জিততে পারেনি তারা। কাতারের আল রাইয়ানে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে জর্ডান। জডানের স্মরণীয় এই জয়ের নায়ক ছিলেন মুসা আল-তামারি। সতীর্থকে দিয়ে দলের প্রথম গোলটি করান তিনি, আর নিজেও করেন দুর্দান্ত একটি গোল।

You might also like!