Game

8 months ago

Asian cup final today: এশিয়ান কাপ ফাইনাল : জর্ডনের রূপকথা নাকি কাতারের টানা দ্বিতীয়বার

Asian Cup Final: Jordan's fairy tale or Qatar's second in a row
Asian Cup Final: Jordan's fairy tale or Qatar's second in a row

 

দোহা, ১০ ফেব্রুয়ারি: দোহায় শনিবার রাত ৯টায় এশিয়ান কাপের ফাইনাল। ৪০০ কোটি মহাদেশের দুই প্রতিনিধি কাতার ও জর্ডন ফাইনালে মুখোমুখি হচ্ছে। দুই দেশ শনিবার ৮৯ হাজার ধারণ ক্ষমতার লুসাইল স্টেডিয়ামে নামবে দুই রকম স্বপ্ন নিয়ে। ফিফা ব়্যাংকিংএ ৮৭ নম্বরে থাকা জর্ডনতো ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেছে। মহাদেশীয় এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের বাধা তারা পেরিয়েছে এই প্রথমবার। তারা যদি শনিবার ফাইনাল জেতে তাহলে সেটা হবে রূপকথার গল্প।

আর ব়্যাংকিংএ ৫৮ নম্বরে থাকা কাতারের কাছে এটা খুব চেনা মঞ্চ। এই টুর্নামেন্টে তাঁরা গতবারের বিজয়ী। ২০০৪ সালে জাপানের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চম দেশ হিসেবে শিরোপা ধরে রাখার সুযোগ থাকবে তাদের সামনেই। তাছাড়া নিজেদের মাঠে ফাইনাল খেলার বাড়তি সুবিধা তো তারা পাবেই।

You might also like!