Game

1 week ago

UEFA Champions League: ঘরের মাঠে প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল আর্সেনাল

UEFA Champions League,Arsenal 3-0 Real Madrid
UEFA Champions League,Arsenal 3-0 Real Madrid

 

এমিরেটস, ৯ এপ্রিল : এমিরেটস স্টেডিয়ামে চ‍্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারাল আর্সেনাল। রাইসের জোড়া গোলের পর জালের দেখা পেয়েছেন মিকেল মেরিনো। প্রথমার্ধে লড়াই হয়েছিল অনেকটা সমানে-সমানেই। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না রিয়ালকে। ৫৮ ও ৭০ মিনিটে ডেকলান রাইসের দুর্দান্ত দুই ফ্রি কিক গোলে সব এলোমেলো হয়ে যায় ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নরা।

৭৫ মিনিটে রিয়ালকে স্তব্ধ করে রিয়ালের জালে বল পাঠিয়ে ৩-০ করেন মেরিনো। ডি বক্সের বাইরে থেকে লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার। ম্যাচে প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নিয়ে আর্সেনাল ১১টি শট লক্ষ‍্যে রাখতে পেরেছিল। আর রিয়াল ৯ শটের কেবল ৩ টি লক্ষ‍্যে রাখতে পারে। ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হবে।

You might also like!