লণ্ডন, ১ সেপ্টেম্বর : কিছুতেই থামানো যাচ্ছে না। আর্সেনাল যেন অশ্বমেধের ঘোড়া। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে আর্সেনাল । এই নিয়ে টানা ৫টি ম্যাচে জিতল আর্সেনাল। ভিলার বিরুদ্ধে দুটি গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেলি। এই ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর টানা পাঁচ ম্যাচে জয় পেল আর্সেনাল। সেই সঙ্গে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল।
বুধবার রাতের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়েছিল গানাররা। তবে গ্যাব্রিয়েল জেসুসের পর আরেক তরুণ ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে দলকে ২-১ এ জেতান। ম্যাচের ৩০ মিনিটে ম্যান সিটি থেকে নর্থ লন্ডনে আসা ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস গোল করেন। দলকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে অ্যাস্টন ভিলায় খেলা ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইস গোল করে দলকে সমতায় ফেরান। কিন্তু গানারদের তরুণ লেফট উইঙ্গার মার্টিনেল্লি আবার দলকে এগিয়ে দেন। ৭৭ মিনিটে বুকোয়াকা সাকার বাড়ানো বল ধরে গোল করে দলকে পুরো তিন পয়েন্ট এনে দেন। লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখে আর্সেনাল। প্রিমিয়ার লিগের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যানফিল্ডে ৯৮ মিনিটে তরুণ মিডফিল্ডার ফ্যাবিও কারভালহো গোল করে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে লিভারপুলকে জয় এনে দিয়েছেন। তিন পয়েন্ট এনে দিয়েছেন অল রেডসদের। ম্যাচের ৩৮ মিনিটে ভিয়ারিয়াল থেকে রেকর্ড মূল্যে নিউক্যাসলে আসা অ্যালেক্সজান্ডার ইসাকের গোলে লিভারপুল ০-১ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ৬১ মিনিটে রেডসদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রর্বাতো ফিরমিনো গোল করে সমতা ফেরান। এরপর শেষ মিনিটে জয়সূচক গোল করেন কারভালহো।