Game

3 months ago

Argentina found the new Maradona in Napoli:নাপোলিতে আর্জেন্টিনা খুঁজে পেল নতুন মারাদোনাকে

Georgian Khicha Kavaraskeia
Georgian Khicha Kavaraskeia

 

নাপোলি, ৫ জুন : নাপোলি ৩৩ বছর পর লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। চ্যাম্পিয়ন লীগে তারা খেলেছে কোয়াটার ফাইনাল পর্যন্ত। আর নাপোলি এই স্বপ্নের মরশুম কাটানোর অন্যতম নায়ক ২২ বছর বয়সী জর্জিয়ান খিচা কাভারাস্কেইয়া।

দারুন পারফরমেন্স ও খেলার ধরনের মিল থাকায় নাপোলির সমর্থকরা তাঁকে তুলনা করছেন কিংবদন্তি দিয়েগো মারাদোনার সঙ্গে। মারাদোনার নামের সঙ্গে মিলিয়ে অনেকেই তাঁকে ডাকেন 'কাভারাডোনা' বা নতুন মারাদোনা। সিরি আ'র মরশুমেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

গত মরশুমেই দিনামো বাতুনি থেকে নাপোলিতে আসেন এই লেফট উইঙ্গার কাবারাস্কেইয়া। এবারের লিগে ৩৩ ম্যাচে ১২ গোল ও দশটি অ্যাসিস্ট আছে তাঁর।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে জন্ম খিচা কাবারাস্কেইয়ার। ফুটবল পায়ে শুরুটা করেন স্থানীয় ক্লাব দিনোমো তিবিলিসির হয়ে। ইউরোপে নিজের প্রথম মরশুমে মারাদোনার ক্লাব নাপোলিকে বেছে নেন এই লেফট উইঙ্গার। তাঁর স্বপ্নটা আরও বড়।


You might also like!