Game

1 week ago

CAB Cricket: সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন অনুষ্টুপ, জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রণব

CAB Cricket (Symbolic Picture)
CAB Cricket (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  এবারের সিএবির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অনুষ্টুপ মজুমদার। আর জীবনকৃতির সম্মান দেওয়া হচ্ছে পঙ্কজপুত্র প্রণব রায়কে। আগামী ১৪ সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হবে তাঁদের হাতে।

উল্লেখ্য, গত কয়েক মরশুমই বাংলার সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার ছিলেন অনুষ্টুপ মজুমদার। তাই তাঁকেই বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আর জেন্টলম‌্যান ক্রিকেটার পুরস্কার অভিষেক পোড়েলকে।


You might also like!