কলকাতা, ২ এপ্রিল: আইপিএলে সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গোল্ডেন ডাক-এর তেতো স্বাদ পেলেন রোহিত। আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে তিনি দিনেশ কার্তিকের পাশে বসলেন। দু'জনেরই ১৭ বার করে শূন্য রানে আউট হয়েছেন। ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন রোহিত শার্মা। ব্যাটের কানা ছুঁয়ে বল গেল উইকেট কিপার সাঞ্জু স্যামসন হাতে। মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার আউট হলেন প্রথম বলেই। সেই সঙ্গে তার নাম উঠে গেল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে। উল্লেখ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা (১৩ বার)। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার করে শূন্য রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পিযুষ চাওলা, মানদিপ সিং ও সুনিল নারাইন। রাশিদ খান, মানিশ পান্ডে ও আম্বাতি রায়ডু।