Game

2 weeks ago

Ben Sears: নিউজিল্যান্ড শিবিরে ফের ধাক্কা, এবার সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার বেন সিয়ার্স

Ben Sears
Ben Sears

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  সিরিজ শুরুর আগে  নিউজিল্যান্ড পেল আরেও একটি ধাক্কা। কেন উইলিয়ামসনের পর সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন পেসার বেন সিয়ার্স। সিয়ার্সের বদলি হিসেবে দলে এসেছেন জ্যাকব ডাফি। নটিংহ্যামশায়ারের হয়ে সদ্য কাউন্টি ক্রিকেটে খেলা পেসার এখনও টেস্ট ক্রিকেট খেলেন নি। বেঙ্গালুরু টেস্ট শুরুর দিন ডাফি দেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। সুতরাং প্রথম টেস্ট তার খেলা হবে না। প্রথম টেস্টের জন্য নিউ জিল্যান্ডের স্কোয়াডে পেসার আছেন তিনজন- টিম সাউদি, ম্যাট হেনরি ও উইল ও’রোক। কদিন আগে শ্রীলঙ্কা সফরের সময় বাঁ হাঁটুতে চোট পান সিয়ার্স। আশা করা গিয়েছিল, তিনি ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তা হলো না। সিরিজের পরের অংশে উইলিয়ামসনের খেলার সম্ভাবনা থাকলেও সিয়ার্স ছিটকে গেলেন পুরো সিরিজের জন্যই।

You might also like!