Game

2 weeks ago

Argentine player joined Atletico Madrid : অ্যাতলেটিকো মাদ্রিদে গেলেন আরও এক আর্জেন্টাইন

Juan Musso (symbolic picture)
Juan Musso (symbolic picture)

 

মাদ্রিদ, ২৯ আগস্ট : আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ আগেই অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। এবার আর এক আর্জেন্টাইন হুয়ান মুসো যোগ দিলেন অ্যাতলেটিকো মাদ্রিদে। আলভারেজ স্থায়ী চুক্তিতে স্পেনের ক্লাবটিতে গেলেও আটালান্টা থেকে মুসো গিয়েছেন ধারে। অ্যাতলেটিকো বিবৃতিতে বলেছে, ‘আমরা আটালান্টার সঙ্গে মুসোর দলবদলের ব্যাপারটা নিশ্চিত হয়েছি। এই গোলরক্ষক গত মরসুমে ইউরোপা লিগ জিতেছেন, ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে জিতেছিলেন কোপা আমেরিকা। মুসো এর আগে রেসিং ও উদিনেসের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ২০৪ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আটালান্টার হয়ে ৯৯টি ম্যাচ খেলা মুসোর জন্য খুব বেশি অর্থ খরচ করতে হয়নি অ্যাতলেটিকোকে। দেড় মিলিয়ন ইউরোর বিনিময়েই এই গোলরক্ষককে পেয়েছে তারা।

You might also like!