Game

1 week ago

Andrew Flintoff is the batting coach of England's Test team:এক ম্যাচের জন্য ইংল্যান্ডের টেস্ট দলের ব্যাটিং কোচ হলেন অ্যান্ড্রু ফ্লিনটফ

Andrew Flintoff is the batting coach of England's Test team
Andrew Flintoff is the batting coach of England's Test team

 

লন্ডন, ৩১ আগস্ট : আপাতত এক ম্যাচের জন্য ইংল্যান্ডের টেস্ট দলের ব্যাটিং কোচ হলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ওভাল টেস্টে ট্রেসকোথিকের জায়গায় এলেন ফ্লিনটফ। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে তাকে। টেস্ট দলের নিয়মিত ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক বিশ্রামে যাওয়ায় জন্য এই দায়িত্ব পেয়েছেন ফ্লিনটফ।

গত মাসে ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ ম্যাথু মটস পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ট্রেসকোথিক। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার কোচের কাজ।

You might also like!