লন্ডন, ১০ জুলাই ঃ বুধবার লর্ডসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট। টিম একাদশ প্রকাশ করেছে থ্রি লায়ান্সরা। কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ইংল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুই ইংলিশ ক্রিকেটার গাস অ্যাটকিনসন এবং জেমি স্মিথের। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে একাদশে রয়েছেন ক্রিস ওকস, শোয়েব বশির, জো রুট,হ্যারি ব্রুকসও।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জেমস অ্যান্ডারসন।