প্যারিস, ১৩ ফেব্রুয়ারি : অলিম্পিক শুরু হতে আর ৪ মাস বাকি। শুরু ২৬ জুলাই থেকে। অলিম্পিক মশাল ঘুরবে প্যারিসের ৬৪টি অঞ্চল, এর মধ্যে পাঁচটি বিদেশে, সব মিলিয়ে ৪০০ শহর ঘুরবে প্যারিস অলিম্পিক মশাল। ৬৮ দিনের মশাল রিলের পর কলড্রন জ্বলবে। প্যারিস অলিম্পিকের স্থানীয় আয়োজন কমিটির প্রেসিডেন্ট টনি এস্তানগায়ে এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমাদের দেশের ক্রীড়া ইতিহাসে প্যারিস অলিম্পিক সবচেয়ে বড় প্রোজেক্ট। অলিম্পিকের টর্চ রিলে প্রচুর মানুষের মধ্যে আগ্রহ তৈরি করবে।’ ১৬ এপ্রিল গ্রিসের অ্যানসিয়েন্ট অলিম্পিয়ায় সূর্যের রশ্মিতে জ্বলবে অলিম্পিক মশাল। বিভিন্ন দেশ, শহর পরিক্রমার পর এথেন্সে তা হস্তান্তর হবে। ২৭ এপ্রিল অ্যাথেন্স থেকে বেলেমে জাহাজে ফরাসি শহর মার্শেইতে যাত্রা করবে অলিম্পিক মশাল।৮ মে মার্শেইতে পৌঁছবে অলিম্পিক মশাল। সেখান থেকে বিভিন্ন ঐতিহ্যশালী জায়গা ঘুরবে অলিম্পিক মশাল।