Game

3 weeks ago

Stefano Pioli appointed as new Al Nassr head coach:স্তেফানো পিওলিকে কোচ হিসেবে নিয়োগ করলো আল নাসর

Stefano Pioli appointed as new Al Nassr head coach
Stefano Pioli appointed as new Al Nassr head coach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এসি মিলানকে লিগ শিরোপা জেতানো কোচ স্তেফানো পিওলিকে কোচ হিসেবে নিয়োগ করলো রোনাল্ডোর ক্লাব আল নাসর।  কোচ লুই কাস্ত্রোকে বরখাস্ত করেছে আল নাসর।

পিওলি তিন বছরের জন্য আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ৫৮ বছর বয়সী এই ইতালিয়ান কোচ ২০২১-২২ মরসুমে এসি মিলানকে সিরি আ'র শিরোপা যেমন এনে দিয়েছিলেন তেমনি সেই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগেও মিলানকে সেমিফাইনালে তুলেছিলেন। পরবর্তীতে সেই মরসুমের সেরা কোচের পুরস্কারও পেয়েছিলেন তিনি।

আগামী সোমবার আল ইত্তিফাকের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলবে আল নাসর। সেই ম্যাচে কোচ হিসেবে অভিষেক হবে পাওলির।


You might also like!