Game

4 weeks ago

Santosh Trophy:৫৭ বছর পর হায়দরাবাদ সন্তোষ ট্রফির আয়োজন করবে

Santosh Trophy
Santosh Trophy

 

কলকাতা, ৩ অক্টোবর : হায়দরাবাদ ৫৭ বছর পর সন্তোষ ট্রফি আয়োজন করবে। এর গ্রুপ পর্ব শুরু হবে চলতি বছরের নভেম্বরে।বুধবার রাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই ঘোষণা করেছে।

শেষবার হায়দরাবাদ সন্তোষ ট্রফির আয়োজন করেছিল ১৯৬৬-৬৭ সালে। ৯টি গ্রুপের বিজয়ী এবং গত বারের ফাইনালিস্ট - সার্ভিসেস এবং গোয়া হায়দরাবাদে ফাইনাল রাউন্ডে খেলবে। গ্রুপ পর্বের খেলা হবে নভেম্বরে। জিএমসি বালযোগী স্টেডিয়ামে সমস্ত ম্যাচ হবে।

সন্তোষ ট্রফি গ্রুপ:

**গ্রুপ এ: জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব।

**গ্রুপ বি: চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি।

**গ্রুপ সি: উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বাংলা, বিহার।

**গ্রুপ ডি: অসম, সিকিম, মেঘালয়, ত্রিপুরা।

**গ্রুপ ই: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম।

**গ্রুপ এফ: মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশা।

**গ্রুপ জি: তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, আন্দামান ও নিকোবর।

**গ্রুপ এইচ: কেরালা, পন্ডিচেরি, লক্ষদ্বীপ, রেলওয়ে।

**গ্রুপ আই: মহারাষ্ট্র, গুজরাট, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, রাজস্থান।

You might also like!