আইভরিকোস্ট, ৪ ফেব্রুয়ারি :আফ্রিকা নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে মালিকে ২–১ গোলে হারিয়ে স্বাগতিক আইভরিকোস্ট সেমিফাইনালে গেল।
ম্যাচের ৪৩ মিনিটে ওদিলোন কোসোনো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় আইভরিকোস্ট। এ কারণে বেশির ভাগ সময়ই তাদের ১০ জনে খেলতে হয়েছে। আবারশেষ মুহূর্তে আরও একজন লাল কার্ড দেখায় সংখ্যাটা ৯এ দাঁড়ায়। তবুও আইভরিকোস্টের সেমিতে যাওয়া আটকায় নি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে আইভরিকোস্ট। সেমিফাইনালে আইভরিকোস্ট মুখোমুখি হবে কঙ্গো প্রজাতন্ত্রের।
অন্য সেমিফাইনালে কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪টি শট ঠেকিয়ে নায়ক হয়েছেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনউইন উইলিয়ামস। টাইব্রেকারে ২–১ গোলের এই জয়ের ফলে, ২০০০ সালের পর আবার শেষ চারে উঠল দক্ষিণ আফ্রিকা। সেবারের মতো এবারও সেমিতে নাইজেরিয়াকে পেয়েছে বাফানারা।