Game

4 days ago

Afghanistan-Zimbabwe Iconic Boxing-Day:আফগানিস্তান-জিম্বাবুয়ে প্রথমবার আইকনিক বক্সিং-ডে টেস্ট খেলার নতুন ইতিহাস গড়তে চলেছে

Afghanistan-Zimbabwe Iconic Boxing-Day
Afghanistan-Zimbabwe Iconic Boxing-Day

 

বুলাওয়ে, ৩০ অক্টোবর: আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দুটি টেস্ট ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাবে আফগানিস্তান। ঘরের মাঠে ২৮ বছর পর জিম্বাবুয়ে খেলবে বক্সিং-ডে টেস্ট। বুলাওয়েতে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট অর্থাৎ বক্সিং-ডে টেস্ট।

আর প্রথমবারের মতো আইকনিক বক্সিং-ডে টেস্ট খেলার মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চলেছে দুই দেশ । জিম্বাবুয়ে একটি বক্সিং-ডে টেস্ট খেললেও আফগানিস্তান খেলবে প্রথমবার। জিম্বাবুয়েতে একমাত্র বক্সিং ডে টেস্ট হয়েছিল হারারেতে ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটি হয়েছিল ড্র। তা-ই নয়, ২-৬ জানুয়ারি বুলা ওয়েতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি আফগানিস্তান ও জিম্বাবুয়ে খেলবে নিউ ইয়ার টেস্ট।

You might also like!