Game

3 weeks ago

AFC Women's Asian Cup : এএফসি মহিলা এশিয়ান কাপের দিন ঘোষণা

AFC Women's Asian Cup
AFC Women's Asian Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ফুটবল অস্ট্রেলিয়া ঘোষণা করেছে ২০২৬ মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। খেলা হবে ১-২১ মার্চ পর্যন্ত। এশিয়ার সেরা ১২টি দল নিয়ে এই টুর্নামেন্টটি হবে গোল্ড কোস্ট স্টেডিয়াম, প্যারামাট্টা স্টেডিয়াম এবং স্টেডিয়াম অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ স্টেডিয়াম এবং পার্থ আয়তক্ষেত্রাকার স্টেডিয়ামে। ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি।

ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস জনসন বলেছেন, "এই প্রিমিয়ার ইভেন্টের আয়োজন করা মহিলা ফুটবলের ক্রমবর্ধমান এবং এশিয়ান ফুটবল সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস্য প্রতিভা উদযাপনে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিকে শক্তিশালী করে।" উজবেকিস্তান, জর্ডন এবং সৌদি আরব সকলেই বিডিং থেকে প্রত্যাহার করার পরে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ ছিল ২০২৬–এর দৌড়ে।

You might also like!