Game 6 months ago

Aaron Finch announces retirement from ODI cricket : একদিনের ক্রিকেট থেকে অবসর ফিঞ্চের, নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে স্মিথ-ম্যাক্সি-কামিন্স

Aaron Finch announces retirement from ODI cricket

 

সিডনি, ১০ সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার ২৪ তম একদিনের ক্রিক্রেট ম্যাচের অধিনায়ক ফিঞ্চ রবিবার, ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ১৪৬ তম ও শেষ ওয়ানডেতে খেলবেন। খারাপ ফর্মের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ। দীর্ঘ দিন ধরে এই ফর্ম্যাটে রানের জন্য লড়াই করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শেষ ৭ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান। তবে, আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। রবিবার কেয়ার্নসের কাজলিস স্টেডিয়ামে ফিঞ্চ তাঁর ১৪৬ তম এবং শেষ ওয়ানডে খেলবেন। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে এটি হবে তাঁর ৫৪ তম ম্যাচ। ইংল্যান্ডের বেন স্টোকসের পথে হেঁটেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন ফিঞ্চ। তবে টি-টোয়েন্টি ক্রিকেট তিনি খেলবেন। অ্যারন ফিঞ্চের ওয়ানডে ক্যারিয়ারের কথা বলতে গেলে, এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচে এই খেলোয়াড় ৩৯.১৪ গড়ে ৫৪০১ রান করেছেন। এই ফর্ম্যাটে ফিঞ্চের নামে ১৭টি সেঞ্চুরি রয়েছে এবং তিনি রিকি পন্টিং, মার্ক ওয়া এবং ডেভিড ওয়ার্নারের পরে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি-স্কোরার। পন্টিং এই ফরম্যাটে সবচেয়ে বেশি ২৯টি সেঞ্চুরি করেছেন, যেখানে ডেভিড ওয়ার্নার এবং মার্ক ওয়া ১৮টি করে সেঞ্চুরি করে ফিঞ্চের উপরে রয়েছেন।

You might also like!