দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিক বাবদ কেন্দ্রীয় সরকার ৪৭০ কোটি টাকা খরচ করেছে। প্যারিস অলিম্পিকের বাজেটের সিংহভাগ টাকা বরাদ্দ ছিল তারকা খেলোয়াড়দের জন্য। নীরজ চোপড়ার জন্য ৫.৭২ কোটি টাকা। সাত্ত্বিক-চিরাগের জন্য ৫.৬২ কোটি টাকা। পিভি সিন্ধুর জন্য ৩.১৩ কোটি টাকা। মীরাবাই চানুর জন্য ২.৭৪ কোটি টাকা। মনু ভাকেরের জন্য ১.৬৮ কোটি টাকা। রোহন বোপান্নার জন্য ১.৫৬ কোটি টাকা। অঙ্কিতা ভাক্ত ও ধীরজ বোম্মাধেরাভার জন্য ১.০৭ কোটি টাকা। নিখাত জ়ারিন ও লভলিনা বরগোহাঁইয়ের জন্য যথাক্রমে ৯১.৭৯ লক্ষ ও ৮১.৭৬ লক্ষ টাকা। অমিত পঙ্ঘালের জন্য ৬৫.৯০ লক্ষ টাকা।
অভিনব বিন্দ্রা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেটস কমিশনের সদস্য হিসেবে গিয়েছিলেন প্যারিসে। সেখানে তাঁকে অনেকেই প্রশ্ন করেছেন এত টাকা খরচ করে কেন ভারত এত কম পদক পেল। তার জবাবে বিন্দ্রা বলেছেন, ‘টাকা খরচ করলেই পদক জেতা যায় না। তার জন্য খেলোয়াড়দের মধ্যে পদক জয়ের খিদে থাকতে হয়।' সেই সঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের সুযোগ সুবিধা দিতে টাকা খরচ করতে হবে। কিন্তু শুধু টাকা খরচ করলেই হবে না। এটা তো কোনও যন্ত্র নয় যে, বেশি টাকা খরচ করলে বেশি পদক আসবে। তার জন্য ঘাম, রক্ত, চোখের জল ঝরাতে হবে। খিদে থাকতে হবে।’