স্পেন, ১১ জুন : এক বছর আগে রয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করার জন্য ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত।স্পেনে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা এটি।
দোষী সাব্যস্ত হওয়া তিন সমর্থককে দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই সঙ্গে তাদের বিচারের খরচ বহন করার নির্দেশও দিয়েছে আদালত।