Game

2 weeks ago

Neeraj Chopra:চোট সারায় পরবর্তী লক্ষ্য ২০২৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, জানালেন নীরজ

Neeraj Chopra
Neeraj Chopra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-নীরজ চোপড়ার শরীর এখন একশো শতাংশ সুস্থ। ভারতের দুই বারের এই অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রো তারকার লক্ষ্য এখন ২০২৫ টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো সাফল্য পাওয়া। উল্লেখ্য ব্রাসেলসে ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জনের পর মরসুম শেষ করে দেশে ফিরে এসেছেন তিনি। হরিয়ানার স্পোর্টস ইউনিভার্সিটিতে আয়োজিত 'মিশন অলিম্পিক ২০৩৬'-এর একটি সম্মেলনে নীরজ বলেছেন,“মরসুম এখন শেষ। আগামী বছর আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এবং এখনই তার জন্য প্রস্তুতি শুরু করব।”

You might also like!