মুম্বই, ২ জুন : ভারতীয় ক্রীড়াঙ্গনের প্রায় সব ক্রীড়াবিদই কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন। ভারতীয় বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারও সরব হয়েছেন কুস্তিগীরদের প্রতি। এবার সরব হয়েছেন ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপজয়ী গোটা ভারতীয় দলের কপিলদেব থেকে শ্রীকান্তরা।
বিশ্বকাপ জয়ী এই দল কুস্তিগীরদের প্রতিবাদে এক বিবৃতি জারি করে বলেছে “আমাদের দেশের অলিম্পিক চ্যাম্পিয়ন কুস্তিগীরদের মারধরের অপ্রীতিকর দৃশ্য দেখে আমরা ব্যথিত এবং লজ্জিত। এ ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে মাথায় ঘাম পায়ে ফেলে যে পদকগুলি তারা এনে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছিলেন সেই পদকগুলো তারা নাকি গঙ্গা নদীতে ফেলে দেওয়ার কথা ভাবছেন। ভাবা যায়! আমরা তাঁদের এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাই। সরকারের কাছে আমাদের অনুরোধ তাঁদের অভিযোগ শোনা এবং দ্রুত সমাধান করা। তা না বিশ্ব ক্রীড়াঙ্গনে আমাদের মাথা লজ্জায় হেঁট হবে!