First page 4 months ago (3)

Suvendu Adhikari met Amit shah : অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর, পশ্চিমবঙ্গ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা

SUVENDU adhikari met Amit shah

 

নয়াদিল্লি, ২ আগস্ট : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লিতে সংসদ ভবনের একটি ঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। কী নিয়ে বৈঠক, আলোচনার বিষয়বস্তু কী, এ সব নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েই যে আলোচনা হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই।

প্রথমে জানা গিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু ছাড়াও থাকবেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সংসদের বাদল অধিবেশন উপলক্ষে বাংলার সব বিজেপি সাংসদই এখন দিল্লিতে রয়েছেন। কিন্তু, বৈঠক শুরু হওয়ার পর দেখা গেল অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।

You might also like!