Festival and celebrations

1 month ago

Kumari Puja: দুর্গাপুজোতে কেন হয় কুমারী পুজো? কারণ জানলে চমকে যাবেন!

Kumari Pujo
Kumari Pujo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজো মানেই বাঙালি আবেগ। মা দুর্গার আগমনকে ঘিরে মেতে ওঠে গোটা বঙ্গবাসী। চলতি বছরে এই দুর্গাপুজোর আর হাতে গোনা ৫৬ দিন বাকি। এই বছরের অক্টোবর মাসের ১০ তারিখ পালিত হবে মহাসপ্তমী।

দুর্গাপুজোর সময় অষ্টমী তিথিতে মণ্ডপে কুমারী পুজো হয়। প্রতিবছরই এই কুমারী পুজো হতে দেখা যায়। কেন হয় এই পুজো?শাস্ত্র অনুযায়ী ১৬ বছরের কমবয়সি অরজঃস্বলা ও অবিবাহিতা কন্যাকেই কুমারী রূপে পুজো করা হয়। ‘কুমারী’ যাঁকে বাছা হয়, তাঁকে দেবী দুর্গার প্রতিভূ বলে মনে করা হয়।এক থেকে ১৬ বছর বয়স অবধি কুমারীদের বিভিন্ন নামও শাস্ত্রে দেওয়া আছে। যেমন, একবছরের কুমারীর নাম সন্ধ্যা। দুই বছরের কুমারীর নাম সরস্বতী। তিন বছরের ত্রিধামূর্তি, চার বছরের কালিকা। পাঁচ বছরের সুভগা, ছয় বছরের উমা। সাত বছরের মালিনী, আট বছরের কুষ্ঠিকা। নয় বছরের কালসন্দর্ভা, ১০ বছরের অপরাজিতা। ১১ বছরের রুদ্রাণী, ১২ বছরের ভৈরবী। ১৩ বছরের মহালক্ষ্মী, ১৪ বছরের পীঠনায়িকা। ১৫ বছরের ক্ষেত্রজ্ঞা ও ১৬ বছরের কুমারীকে অন্নদা বা অম্বিকা বলা হয়।

লোকমুখে প্রচলিত, একসময় কোলাসুর স্বর্গ, মর্ত, পাতাল দখল করে নিয়েছিলেন। সেই সময়ে বিপন্ন দেবতারা মহাকালীর শরণ নেন।তাঁদের রক্ষা করতে দেবী কুমারীরূপে আবির্ভূতা হন। দেবীর ওই কুমারী রূপেই বানাসুরকে বধ করেছিলেন। সেই থেকে কুমারী পুজোর প্রচলন।

You might also like!