Festival and celebrations

2 weeks ago

Durga Puja 2024 :কলকাতার কলেজ স্কোয়ারের এই পুজোয় এবার বিশেষ চমক

Durga Puja 2024
Durga Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-আর মাত্র কয়েক দিন। তারপরই পুজোর ঢাকে কাঠি পড়বে। ইতিমধ্যেই কলকাতার পুজো কমিটিগুলোতে খুঁটিপুজো হয়ে গেছে। পুজো কমিটিগুলোর থিমও ঠিক হয়ে গেছে। কলকাতার সবথেকে বড় পুজো কমিটিগুলোর মধ্যে একটি হল কলেজ স্কোয়ারের পুজো। 

এবার কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ সেজে উঠবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের ধাঁচে। তবে বরাবরের মতো বিশেষ চমক থাকছে আলোকসজ্জায়। এবার পুজোয় জলের উপর আলো দিয়ে বিশেষ কারিকুরি করা হবে। আলোর মাধ্যমে জলের উপরেই ফুটে উঠবে দুর্গার আবির্ভাবের কাহিনি। মুম্বই থেকে আসা বিশেষ টিম পুরো আলোকসজ্জার দায়িত্বে। খরচ পড়বে প্রায় ৩৫ লক্ষ টাকা। ৭৭ তম বর্ষে এই আলোর কারসাজিতে দর্শনার্থীদের চোখ ধাঁধাতে বাধ্য বলেই আশা পুজো উদ্যোক্তাদের।

প্রতি বছর চতুর্থী থেকে দর্শনার্থীদের ঢল নামে কলেজ স্কোয়ারে। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের বহু দর্শনার্থী ভিড় জমান মণ্ডপে। শুধু তাই নয়, বিদেশ থেকেও কলেজ স্কোয়ারে বহু মানুষ আসেন। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা বিকাশ মজুমদার মনে করছেন, ৭৭ তম বর্ষে আলোকসজ্জা দেখতে দর্শনার্থী সংখ্যা একলাফে বাড়বে অনেকখানি। আলোকসজ্জার মাধ্যমে অন্যান্য পুজো কমিটিকে দশ গোল দেবেন তাঁরা। আলোকসজ্জার পাশাপাশি রয়েছে আরও চমক। পুজো কমিটির সদস্যরা জানান, এবার কলেজ স্কোয়ার পুজো কমিটি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পালকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া প্রবীণ রাজনীতিবিদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সংবর্ধনা দেওয়া হবে।


You might also like!