Festival and celebrations

3 weeks ago

Durga Puja 2024: যৌনপল্লি থেকে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে, মায়ের আবাহনে মাতবে উদ্ধার হওয়া মহিলারা!

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সময়ের খেলায় আর্থিক চাপে এক সময় হতে হয়েছিল যৌনপল্লির বাসিন্দা। সেখান থেকে উদ্ধার হওয়ার পর এই মুহূর্তে সকলেই আছেন কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ কেন্দ্রে। পুজোয় এই উদ্ধার হওয়া মহিলারাই পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজারহাটের ড্রিম অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসনে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মহিলাদের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। এঁদের মধ্যে যেমন এরাজ্যের বাসিন্দারা আছেন তেমনি বাংলাদেশেরও কয়েকজন মহিলা আছেন বলে জানা গিয়েছে। যাদেরকে চাকরি বা বিয়ের টোপ দিয়ে দুষ্কৃতীরা পাচার করে দিয়েছিল ভারতের বিভিন্ন যৌনপল্লিতে। কোথাও অভিযোগ পেয়ে আবার কোথাও সূত্র মারফত খবর পেয়ে পুলিশ উদ্ধার করেছে এই ৫৫ জন মহিলাকে।‌ আপাতত সকলেই আছেন ওই আনন্দ কেন্দ্রে। 

আবাসনের দুই সচিব প্রবাল অভয়া এবং অরুন্ধতী ব্যানার্জি বলেন, 'আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম এঁদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে। যেটা এতদিন পর্যন্ত সম্ভব হয়নি। এবার হচ্ছে। তবে এঁদের নিরাপত্তার খাতিরে আমরা এঁদের পরিচয় প্রকাশ করব না।' 

You might also like!