Festival and celebrations

2 weeks ago

R.G.Kar Protest in T-Shirt: জাস্টিসের ছোঁয়া এবার ফ্যাশনেও, পুজোর আবহে 'আরজি কর টি-শার্টে'ঘুরছে মুঠোফোনে!

R.G.Kar Protest in T-Shirt (Symbolic Picture)
R.G.Kar Protest in T-Shirt (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে রাজ্য়জুড়ে আন্দোলনের ঝড় ওঠেছে। এর অবস্থায় সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোতে নতুন জামা কেনার হিড়িক পড়ে যায় মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে পুজোর ফ্যাশনেও এবার জাস্টিসের ছোঁয়া। 

সম্প্রতি এমনই এক টি-শার্ট ঘুরছে অনলাইনে। 'আরজি কর টি-শার্ট' লিখে ইন্টারনেটে খোঁজ করলেই পাওয়া যাচ্ছে। আবার সমাজমাধ্যমের পাতাতেও দেখা যাচ্ছে বিজ্ঞাপন। কোনও টি-শার্টে লেখা— 'আর যাই কর, আর্জি করিস না, সময় এসেছে ছিনিয়ে নেওয়ার'। আবার কোনওটিতে লেখা, 'আমার দুর্গা বিচার চায়'। 'বিচার চাই', 'জাস্টিস ফর তিলোত্তমা', 'উই ওয়ান্ট জাস্টিস'-এর মতো স্লোগান দেওয়া টি-শার্ট বিক্রি হচ্ছে।

You might also like!