Festival and celebrations

10 months ago

Yamunotri : পুণ্যার্থীদের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির, দ্বার রুদ্ধ যমুনোত্রীরও

Gangotri temple - Yamunotri temple
Gangotri temple - Yamunotri temple

 

দেহরাদূন, ১৫ নভেম্বর  : গঙ্গোত্রী মন্দির বন্ধ হয়ে গিয়েছে ১৪ নভেম্বর, আর বুধবার (১৫ নভেম্বর) বন্ধ হয়ে গেল কেদারনাথ মন্দির, ভাইফোঁটার দিন বন্ধ হয়ে গিয়েছে যমুনোত্রী মন্দিরও। শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গেল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার ভাইফোঁটার দিন যমুনোত্রী ধামের দরজা বন্ধ হয়ে গিয়েছে পুণ্যার্থীদের জন্য। এদিনই বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরও। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার্চনার পর সকাল ৮.৩০ মিনিট নাগাদ কেদারনাথ মন্দির ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবার ১৯ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ভক্ত কেদারনাথ মন্দির দর্শন করেছেন এবং এই বছরই ৭ লক্ষেরও বেশি ভক্ত যমুনোত্রী ধাম দর্শন করেছিলেন।

You might also like!