অষ্টমীতে নয়, মন খারাপের দশমীতে কুমারী পুজো কুশিদা সরকার বাড়িতে

Durga Puja 2022

 


মালদা, ২৯ সেপ্টেম্বর : বাতাসে পুজোর গন্ধ। দুর্গাপুজোয় মেতে উঠেছে বাঙালি। আর দুর্গাপুজোর একটা রীতি কুমারী পুজো। সাধারণত অষ্টমীতে হয় কুমারী পুজো। কিন্তু, মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা সরকার বাড়িতে দশমীতে হয় কুমারী পুজো।

কিন্তু, দশমীতে কেন কুমারী পুজো? সরকার বাড়ির সদস্য নীলেন্দ্র সরকার জানান, ২২০ বছরের এই পুজোয় পূর্বপুরুষদের চালু করা রীতি অনুসারে কুমারী পুজো হয় দশমীতে। এই পুজোর প্রতিষ্ঠাতা ক্ষেত্রমোহন সরকার। তিনি ছিলেন পোকমা এলাকার জমিদার। হাতিতে চেপে চাঁচলের রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু কুশিদায় হাতির পা মাটিতে বসে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ক্ষেত্রমোহনের আর চাঁচলে যাওয়া হয়নি। কুশিদায় রাতে থাকার সময় স্বপ্নাদেশ পান তিনি। তারপর কুশিদাতেই পুজো শুরু করেন। তাঁর উত্তর পুরুষরা আজও নিষ্ঠার সঙ্গে সেই পুজো করে চলেছেন।


You might also like!