Festival and celebrations

1 week ago

Happy Poila Baisakh 2025: বর্ষবরণে আনন্দ-উচ্ছ্বাস, আট থেকে আশি মাতোয়ারা সবাই

Poila Boisakh celebration
Poila Boisakh celebration

 

কলকাতা, ১৫ এপ্রিল : বৈশাখের প্রথম দিন বেল, জুঁই, রজনীগন্ধায় মাতোয়ারা বঙ্গভূমি। কলকাতার অলিতেগলিতে উৎসবের আবহ। শুধু কলকাতা নয়, বর্ষবরণে সমগ্র পশ্চিমবঙ্গেই আনন্দ-উচ্ছ্বাস, আট থেকে আশি মাতোয়ারা সবাই। পয়লা বৈশাখ মানেই বাঙালির বাঙালিত্বের উদ্‌যাপন। সাদা-লাল শাড়ির ফ্যাশন, বাঙালি খাওয়া-দাওয়া, হালখাতা— এই সবই জাগিয়ে তোলে বাঙালির স্মৃতিমেদুরতাকে। পয়লা বৈশাখ উপলক্ষ্যে গ্রাম বাংলায় চলছে নানা ধরনের মেলা। বৈশাখী আনন্দে মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গই। নতুন আশা-নতুন উদ্দীপনায় বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২-কে। পশ্চিমবঙ্গের সর্বত্রই আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। হয়েছে বর্ণিল শোভাযাত্রা-সহ সাংস্কৃতিক নানা আয়োজন।


You might also like!