Festival and celebrations

3 weeks ago

Durga Pujo 2024: আসন্ন দুর্গাপুজোয় সরকারের জারি নয়া নিধি, না জানলে আজই জানুন!

Durga Pujo Government Rules
Durga Pujo Government Rules

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আসন্ন দুর্গাপুজোর কাউন্ডডাউন শুরু। হাতে গোনা আর মাত্র ৫৫ দিনের অপেক্ষা। ইতিমধ্যেই বড় বড় পুজো প্যান্ডেলে শুরু হয়ে গেছে মণ্ডপ সজ্জার কাজ। এরই মাঝে সামনে এল সরকারের এক নয়া নির্দেশ।

শহর থেকে গ্রাম, রাজ্য থেকে জেলা; সর্বত্রই ছোট-বড় দুর্গাপুজো হয়। এবার সেই সমস্ত দুর্গাপুজোর সরকারের পক্ষ থেকে জারি হল এক নয়া নিয়ম। সরকারী নিয়ম অনুযায়ী পুজো কমিটিগুলিকে ছাড়পত্র পেতে আইনি পদক্ষেপ করতে হবে। গত সোমবার রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা জেলাশাসকদের সাথে এই বিষয়ে বৈঠক করেন। মুখ্যসচিব জানিয়েছেন, এই ছাড়পত্রের জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। সকলকে বাধ্যতামূলকভাবে ওই পোর্টালে আবেদন করতে হবে। জমা দিতে হবে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। এই আবেদনের ভিত্তিতেই অনলাইনে জেলা প্রশাসন দমকল, বিদ্যুতের অনুমোদন লাগবে। 

You might also like!