Festival and celebrations

2 weeks ago

Durga Puja 2024:শিলিগুড়ির বিগ বাজেটের পুজো দেখাবে NBSTC, রইল বিস্তারিত

NBSTC will show Siliguri's Big Budget Puja
NBSTC will show Siliguri's Big Budget Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-দুর্গাপুজোয় শিলিগুড়িতে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ বাস চালানোর উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। চতুর্থী ও পঞ্চমীতে দর্শনার্থীদের শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে। মাথাপিছু মাত্র ৩৫০ টাকায় এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।

দুর্গাপুজোয় শিলিগুড়িতে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ বাস চালানোর উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। চতুর্থী ও পঞ্চমীতে দর্শনার্থীদের শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে। 

মাথাপিছু মাত্র ৩৫০ টাকায় এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে গাড়িভাড়া ও দুবার খাবারের খরচ ধরা হয়েছে। মিলবে চা-কফিও।

৩০ সিটের বাসে এই পরিক্রমা করানো হবে। বাসচালক ছাড়া অতিরিক্ত একজন কর্মী থাকবেন। তিনিই মূলত সমস্ত পরিচালনা করবেন। কয়েকদিনের মধ্যেই এই পরিক্রমার টিকিট বুকিং শুরু হবে। তবে অনলাইনে এই সুবিধা মিলবে না। অফলাইনে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সকলকে টিকিট বুকিং করতে হবে।

প্রথমে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের পুজো দিয়ে পরিক্রমা শুরু হবে। এরপর সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং হয়ে সুব্রত সংঘ, ভুটিয়া মার্কেট এলাকার দুর্গাপুজো হয়ে সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলার পুজো দেখার পর পানিট্যাক্তি মোড়ের রামকৃষ্ণ ব্যায়ামাগার পুজো দিয়ে পরিক্রমা শেষ হবে। পরিক্রমা শেষে তেনজিং নোরগে বাস টার্মিনাসে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে

দুর্গাপুজোর কয়েকদিনে শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার শহরের পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করল শিলিগুড়ি পুলিশ। ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, 'শহরের মধ্যেকার ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিস্থিতির ওপর বিচার করে দুই চাকা বাইক, স্কুটার ও চার চাকা গাড়িতে ছাড় দেওয়া হবে।'পুলিশ জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১৪ তারিখ পর্যন্ত পর্যন্ত মূলত শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ তৃতীয়া থেকে শুরু হবে নিয়ন্ত্রণ।

You might also like!