Festival and celebrations

10 months ago

Narendra Modi : শুভ দীপাবলির অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Narendra Modi  (File picyure)
Narendra Modi (File picyure)

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর  : দীপাবলি উপলক্ষ্যে রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির এই উৎসব সবার জন্য সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মোদী। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছে জানিয়েছেন । তিনি এক্স- পোস্ট করে লিখেছেন, "সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি! এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি এবং চমৎকার স্বাস্থ্য।"

প্রধানমন্ত্রী আরও লেখেন, "দীপাবলি উজ্জ্বলতা এবং উজ্জ্বলতার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করবো আপনারা সকলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি চমৎকার দীপাবলি পালন করছেন । " এর আগে শুক্রবার মোদী দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানান । প্রধানমন্ত্রী মোদী বলেন, "সুখ, স্বাস্থ্য, এবং সমৃদ্ধির প্রতীক একটি উৎসব ধনতেরাসে আমার দেশের সকল পরি বারের সদস্যদের অনেক অনেক অভিনন্দন।"

You might also like!