Festival and celebrations

5 months ago

Puri Ratha Yatra :পুরীর রথযাত্রায় জগন্নাথকে দেওয়া হয় ৫৬ ভোগ, কী কী থাকে জানেন?

Jagannath is given 56 blessings in Puri Rath Yatra
Jagannath is given 56 blessings in Puri Rath Yatra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রথ চলেছে পথ ছেড়ে দাও ৷ কাসর, ঘন্টা বাজছে ৷ এগিয়ে চলেছে রথ ৷ রথের ভিতর বসে জগন্নাথ, বলরাম, শুভদ্রা ৷ রাস্তায় এগিয়ে এসে রথ টানলেই পুণ্য ৷ রথের দিনে পুরীতে হইহই কাণ্ড, তুমুল আয়োজন ৷ জগন্নাথের ৫৬ ভোগ নিয়ে কৌতুহল চারিদিকে ৷ তা জানেন কি? জগন্নাথের ৫৬ ভোগে থাকে কী কী ?

ওড়িশায় লোকমুখে ফেরে এমনই একটা গল্প। একবার আদরের বোন সুভদ্রা  তাঁর দাদার কাছে বাইরে ঘুরতে যাবার বয়না ধরেন। তখন দাদা জগন্নাথ তাঁকে রথে চড়ে ঘোরাতে নিয়ে যাঁন। তাঁদের সঙ্গী হন আরেক ভাই বলরাম বা বলভদ্র। সেই থেকেই রথযাত্রার সূচনা। যুগে যুগে মানুষ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের এই ত্রিমূর্তির নানা ব্যখ্যা করেছেন। অন্যতম জনপ্রিয় ব্যখ্যা হল জগন্নাথদেব হলেন ব্রহ্ম স্বরূপ। আর বলরাম হলেন জাগতিক ভক্তকুল। এই দুয়ের সংযোগ হলেন সুভদ্রারূপী মহামায়া। আসলে এ হল ভক্ত ও ভগবানের মিলন উৎসব। ভক্তকে দর্শন দিয়ে কৃপা করতে ভগবান স্বয়ং পথে নেমে আসেন।রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে একা থাকেন না। তাঁদের সঙ্গে সহযাত্রী হিসেবে একজন করে অন্য দেব-দেবীও থাকেন। যেমন, জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে থাকেন রামচন্দ্র, সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শন।

জগন্নাথদেবের ৫৬ ভোগ

জগন্নাথদেব বিষ্ণুর আরেক রূপ। বিষ্ণু পালন কর্তা। তাই তাঁর ভোগও রাজসিক। রথে জগন্নাথদেবের ভোগে ছাপ্পান্ন ধরনের পদ দেওয়া হয়। সেগুলো হল-

(১) উকখুড়া অর্থাৎ মুড়ি, (২) নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু, (৩) খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর, (৪) দই, (৫) পাচিলা কাঁদালি অর্থাৎ টুকরো কলা, (৬) কণিকা অর্থাৎ সুগন্ধী ভাত, (৭) টাটা খিঁচুড়ি অর্থাৎ শুকনো খিঁচুড়ি, (৮) মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরণের কেক, (৯) বড়া কান্তি অর্থাৎ বড় কেক, (১০) মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে, (১১) হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক, (১২) ঝিলি, (১৩) এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক, (১৪) আদাপচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি, (১৫) শাক ভাজা, (১৬) মরীচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু, (১৭) করলা ভাজা, (১৮) ছোট্ট পিঠে, (১৯) বারা অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি, (২০) আরিশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি, (২১) বুন্দিয়া অর্থাৎ বোঁদে, (২২) পাখাল অর্থাৎ পান্তা ভাত, (২৩) খিড়ি অর্থাৎ দুধভাত, (২৪) কাদামবা অর্থাৎ বিশেষ মিষ্টি, (২৫) পাত মনোহার মিষ্টি, (২৬) তাকুয়া মিষ্টি, (২৭) ভাগ পিঠে, (২৮) গোটাই অর্থাৎ নিমকি, (২৯) দলমা অর্থাৎ ভাত ও সবজি, (৩০) কাকারা মিষ্টি, (৩১) লুনি খুরুমা অর্থাৎ নোনতা বিস্কুট, (৩২) আমালু অর্থাৎ মিষ্টি লুচি, (৩৩) বিড়ি পিঠে, (৩৪) চাড়াই নাডা মিষ্টি, (৩৫) খাস্তা পুরি, (৩৬) কাদালি বারা, (৩৭) মাধু রুচি অর্থাৎ মিষ্টি চাটনি, (৩৮) সানা আরিশা, (৩৯) পদ্ম পিঠে, (৪০) পিঠে, (৪১) কানজি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি, (৪২) দাহি পাখাল অর্থাৎ দই ভাত, (৪৩) বড় আরিশা, (৪৪) ত্রিপুরি, (৪৫) সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি, (৪৬) সুজি ক্ষীর, (৪৭) মুগা সিজা, (৪৮) মনোহরা মিষ্টি, (৪৯) মাগাজা লাড্ডু, (৫০) পানা, (৫১) অন্ন, (৫২) ঘি ভাত, (৫৩) ডাল, (৫৪) বিসার অর্থাৎ সবজি, (৫৫) মাহুর অর্থাৎ লাবরা, (৫৬) সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত।


You might also like!