Festival and celebrations

2 weeks ago

Durga Puja 2024: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছর এই প্রথম দুর্গা পুজোয় বন্ধ থাকবে রঞ্জিত মল্লিকের বাড়ির দরজা

Durga Puja 2024,Ranjit Mallick,koyelmallick
Durga Puja 2024,Ranjit Mallick,koyelmallick

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ক্যালেন্ডার বলছে পুজো এসে গিয়েছে। আর মাত্র দিন ২০ বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। উৎসব? এই বছর যেন কলকাতার সেই উৎসবের আবহই নেই। প্রস্তুতি চলছে বটে.. কিন্তু বাতাসে যেন নেই পুজোর সেই চেনা গন্ধটাই। বদলে গোটা কলকাতা মুখরিত আন্দোলনে, স্লোগানে, বিচারের দাবিতে। আরজি কর কাণ্ডকে মানুষ যেন মন থেকে মুছে ফেলতে পারছে না। তিলোত্তমা এখনও বিচার পায়নি.. এই ভাবনাই যেন কুড়ে কুড়ে খাচ্ছে বাংলার প্রায় প্রতিটা মানুষকেই।মল্লিক বাড়ির দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে সামনে থেকে তারকাদের দেখাও উপরি পাওনা। তবে এবার সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে সাধারণ মানুষদের। কেননা, মল্লিক বাড়ির পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হল এবার পুজোতে সাধারণের জন্য দরজা বন্ধ থাকবে! আর জি কর কাণ্ডের কারণেই কী এমন সিদ্ধান্ত নিলেন মল্লিক পরিবার?

বনেদিবাড়ির পুজোগুলির মধ্যে বড় আকর্ষণ কিন্তু মল্লিকবাড়ির পুজো । দূর দূর থেকে বহু মানুষ মল্লিক বাড়ির পুজো দেখতে আসেন । পুজোর চারটে দিন বাড়িতেই থাকেন কোয়েল । এবার তো ১০০ বছর । তাই প্ল্যান ছিল অনেক । ভেবেছিলেন অনেকটা আনন্দ করবেন । কিন্তু, এখন আর মন থেকেই কোনও আনন্দ আসছে না কোয়েলের । পুজো তো হবেই । ১০০ বছর তো আর আসবে না । আত্মীয়-স্বজনরা আসবেন । পরিবারের মধ্যেই পুজোটা রাখার প্ল্যান রয়েছে । একেবারে প্রাইভেট । এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কোয়েল বলেন, 'এবার এমন পরিস্থিতি যে যতটা আনন্দ করব ভেবেছিলাম, তা করাহবে না। মন থেকেই সেই আনন্দ আর আসছে না। তবে একটু হলেও আনন্দ করব। কারণ, এই ১০০ বছরটা তো আর আসবে না।'

কোয়ের আরও জানিয়েছেন, বিচারের অপেক্ষায় রয়েছেন তিনি । এমন কঠোর শাস্তির প্রয়োজন, যাতে আর কোনও মেয়ে যেন অভয়ার পরিচয় না পান ভবিষ্যতে ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা রঞ্জিত মল্লিক জানালেন, ''আমাদের পুজোর বয়স ১০০ বছর হল। এই একশো বছরে আমাদের বাড়ির পুজো কোনও দিন বন্ধ হয়নি। পরিবারে বিপর্যয় এসেছে, এমনকী, মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে পুজো হয়েছে। তবে এই বছর আমরা একটা অদ্ভুত সময় ও পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর জি করের মর্মান্তিক ঘটনা কেউ ভুলতে পারেনি। আমাদেরও একই অনুভূতি। পুজোর আনন্দটা প্রতিবারের তুলনায় অনেকটাই ম্লান। তবে পুজো হবে। বাড়িতে পুজোর আয়োজনও চলছে। কিন্তু প্রত্যেক বছর মল্লিক বাড়ির ঠাকুর দালানের দ্বার অবারিত থাকে। এই বছরে সেটা আমরা রাখতে পারছি না। ফলে সাধারণ মানুষদের মল্লিকবাড়ির ঠাকুর দেখতে একটু সমস্যা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেরাই বিব্রত রয়েছি। শুধু তাই নয়, এবার আমাদের বাড়ির পুজো ১০০ বছরে পা দিল। ফলে আমাদের অনেক আত্মীয় এবার আসছেন। বাড়িতেই অনেক মানুষ থাকবেন, সেই কারণে আর সাধারণ মানুষদের জন্য এই বছর বাড়ির দরজা খোলা রাখা হবে না। সবার কাছে এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।''

রঞ্জিত মল্লিক এও জানিয়েছেন, ''এবার মায়ের কাছে একটাই প্রার্থনা আমার, সবাই যেন ভালো থাকে। সবার জন্য সুবুদ্ধি হয়। এছাড়া এ বছর আর চাওয়ার কিছুই নেই।''

পুজো আসতে আর একমাসও বাকি নেই। ইতিমধ্যেই শহর জুড়ে পুজোর আমেজ। তুমুল ব্যস্ততায় সেজে উঠছে গোটা শহর। মেঘলা দিন কাটিয়ে এখন ঝকঝকে রোদে তিলোত্তমার চকচকে রূপ। আর এরই মাঝে মল্লিক বাড়ির পুজো নিয়ে এমনটা জানানোয় কিছুটা হলেও মন খারাপ অনুরাগীদের। 

You might also like!