Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : সোমনাথ মন্দিরে শিব নয় এবার অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা!‘অবিনশ্বর’ সেই দৃষ্টান্ত দেখতে আসতে হবে আহিরীটোলায়

Durga Puja 2023 (Symbolic Picture)
Durga Puja 2023 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই বছর ৮৪ তম বর্ষে পা দিল উত্তর কলকাতার অন্যত্তম নামজাদা পুজো আহিরীটোলা সার্বজনী। তাঁদের মণ্ডপ তৈরির কাজও চলছে জোর কদমে। তাঁদের এই পুজো চোখে পড়ে সাবেকিয়ানা ও আধুনিকতার অপুর্ব এক মিশ্রণ, প্রতিবছর  নিজেদের ঐতিহ্যকে বজার রেখে  আরো সুন্দর করে পুজো করার লক্ষ্য নিয়ে তারা পুজোর উদ্যোগ নিয়ে থাকেন। 

১৯৪০ সালে পূর্ণ তিথিতে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দেবী দুর্গা পুজোর সূত্রপাত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি হরিশংকর পাল এবং তার পাশাপাশি সমিতির অন্যতম প্রতিষ্ঠা সমাজসেবী ও একনিষ্ঠ কর্মী জহরলাল চন্দ্রের হাত ধরে।

বহু প্রাচীন ও নবীন যুবক-যুবতী সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি প্রতি বছর নতুন বিষয় ভাবনার প্রতিস্থাপনার মাধ্যমে দেবীর পুজোর আয়োজন করে থাকেন। সুশান্ত কুমার সাহার নির্দেশ ও পরিচালনায় উত্তর কলকাতার বুকে এদের অন্য রকম পুজোর ধারাটি তারা বজায় রেখেছেন।

উল্লেখ্য, এ বছর এই মণ্ডপের থিমে তুলে ধরা হয়েছে গুজরাতের সোমনাথ মন্দির। এই মন্দিরকে থিমের মাধ্যমে তুলে ধরার কারণ হল, , ঠিক যেমন আমরা আমাদের মূলকে এখনো ধরে রেখিছি, আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে আমাদের পুরানো ঐতিহ্য সংস্কার কে বাঁচিয়ে রাখান আপ্রান চেষ্টা করে চলেছি ঠিক তেমনই প্রাচীন সময় থেকে সোমনাথ মন্দির অনেক ঝড়ঝাপটা আক্রমন সহ্য করে দাঁড়িয়ে রয়েছে। এই সুপ্রাচীন মন্দিরের রুপকের মধ্য দিয়ে এই বার্তাই তুলে ধরতে চলেছে এই পুজো উদ্যোক্তারা। 

You might also like!