Festival and celebrations

2 weeks ago

Durga Puja Schedule 2025-2029: সামনেই ২৪-র শারদীয়া! তার আগেই জেনে নিন ২০২৫-২০২৯ দুর্গাপুজোর দিনক্ষণ

Durga Puja Schedule
Durga Puja Schedule

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজো  মানেই বাঙালির আনন্দে সামিল হওয়ার উৎসব। চার দিন ধরে চলে সেই আনন্দ। এক বছরের পুজো কাটতে না কাটতেই সকলে নজর রাখেন পরের বছরের পুজোর দিনক্ষন জানার উদ্দেশ্যে ক্যালেন্ডারের পাতায়। এবার ২০২৪-র পুজোর আগেই জেনে নিন আগামী পাঁচ বছরের দুর্গাপুজোর নিঘন্ট।

২০২৫ (১৪৩২ সন) সালের দুর্গাপুজোর দিনক্ষণঃ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার) মহাসপ্তমী (১২ আশ্বিন ১৪৩২) । ৩০ সেপ্টেম্বর, (মঙ্গলবার), মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো (১৩ আশ্বিন ১৪৩২) ।১ অক্টোবর (বুধবার) ২০২৫, মহানবমী, বলিদান (১৪ আশ্বিন ১৪৩২), ২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫, (১৫ আশ্বিন, ১৪৩২) সিঁদুরখেলা, বিজয়া দশমী। 

২০২৬ (১৪৩৩ সন) সালের দুর্গাপুজোর দিনক্ষণঃ- ১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, মহাসপ্তমী (১ কার্তিক ১৪৩৩), ১৯ অক্টোবর (সোমবার), ২০২৬, মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো, মহানবমীর সূচনা (২ কার্তিক ১৪৩৩), ২০ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, মহানবমী, বলিদান, (৩ কার্তিক ১৪৩৩), ২১ অক্টোবর (বুধবার), ২০২৬, সিঁদুর খেলা, বিজয়া দশমী (৪ কার্তিক ১৪৩৩) ।

২০২৭ (১৪৩৪ সন) সালের দুর্গাপুজোর দিনক্ষণঃ- ৬ অক্টোবর (বুধবার), ২০২৭, মহাসপ্তমী (২০ আশ্বিন, ১৪৩৪), ৭ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৭ মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো, মহানবমীর সূচনা, (২১ আশ্বিন, ১৪৩৪) ,৮ অক্টোবর (শুক্রবার), ২০২৭, মহানবমী, বলিদান, দশমী (২২ আশ্বিন, ১৪৩৪), ৯ অক্টোবর (শনিবার), ২০২৭, সিঁদুর খেলা, বিজয়া দশমী (২৩ আশ্বিন, ১৪৩৪) ।

২০২৮ (১৪৩৫ সন) সালের দুর্গাপুজোর দিনক্ষণঃ- ২৫ সেপ্টেম্বর (সোমবার), ২০২৮, মহাসপ্তমী (৯ আশ্বিন ১৪৩৫), ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৮, মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো, মহানবমীর সূচনা, (১০ আশ্বিন ১৪৩৫), ২৭ সেপ্টেম্বর (বুধবার), ২০২৮, মহানবমী, বলিদান, দশমী (১১ আশ্বিন ১৪৩৫), ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৮, সিঁদুর খেলা, বিজয়া দশমী (১২ আশ্বিন ১৪৩৫) ।

২০২৯ (১৪৩৬ সন) সালের দুর্গাপুজোর দিনক্ষণঃ- ১৩ অক্টোবর, (শনিবার), ২০২৯, মহাসপ্তমী (২৭ আশ্বিন, ১৪৩৬), ১৪ অক্টোবর (রবিবার), ২০২৯, মহাষ্টমী, কুমারী পুজো, সন্ধিপুজো (২৮ আশ্বিন ১৪৩৬), ১৫ অক্টোবর (সোমবার), ২০২৯ মহানবমী, বলিদান, (২৯ আশ্বিন ১৪৩৬), ১৬ অক্টোবর (মঙ্গলবার) ২০২৯, সিঁদুর খেলা, বিজয়া দশমী (২৯ আশ্বিন ১৪৩৬) । 


You might also like!