Festival and celebrations

1 week ago

Puja Rituals:মনস্কামনা পূরণ করতে এই গাছে জল ঢাললে মিলবে শান্তি! কোন দিনে করবেন?

Puja Rituals (Symbolic Picture)
Puja Rituals (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আজকালকার কর্ম ব্যস্ততাময় জীবনে নানা মানুষিক অশান্তি ঘিরে ধরে সাধারণ মানুষের মনে। এর জন্য বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো নিবেদন করেন অনেকে। কিন্তু তাতেই কোন সুফল পান না। এবার এই পরিস্থিতিতে এক মোক্ষম মত জানালেন জ্যোতিষীরা। জ্যোতিষীদের মতে,  অশ্বত্থ গাছে নিয়ম মেনে জল ঢাললেই মেলে সুখ।  

সনাতন ধর্মে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এটিকে দেবতাদের আবাস এবং সমস্ত দেবতাদের সমাবেশের স্থানও বলা হয়। তাই এই গাছের পুজো করলে সকল দেবতার আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, অশ্বত্থ গাছে জল নিবেদন করলে পিতৃপুরুষের শান্তি হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। অনেকের বিশ্বাস, এই গাছটি অনেক ধরনের রোগ ও সমস্যাও নিরাময় করে। বলা হয়, জল নিবেদনের প্রক্রিয়ায় অশ্বত্থ গাছের শিকড়ে বিশুদ্ধ জল দেওয়া হয়। প্রায়ই গুড় ও ছোলা জলে মেশানো হয়। এই সময়, "ওম খান খান" মন্ত্র জপ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে, এই উপকরণ এবং মন্ত্রগুলির বিশেষ তাৎপর্য রয়েছে।

You might also like!