Festival and celebrations

2 weeks ago

Durga Puja 2024: মণ্ডপেই চাষের ক্ষেত! জানেন কোন পুজো প্যান্ডেলে দেখা মিলবে?

Samajsebi Sangh Durga Puja
Samajsebi Sangh Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালি মেতে উঠছে দুর্গাপুজোয়, কারণ দুর্গাপুজো আর মাত্র এক সপ্তাহ বাকি। তাই বারোয়ারি পুজো প্যান্ডেলে চলছে মায়ের আবাহনের প্রাক মুহূর্তের প্রস্তুতিপর্ব । সেই সঙ্গে মণ্ডপে মণ্ডপে চলছে থিমের মেলাবন্ধন। তেমনি রাজ্যবাসীর কাছে এক অসাধারণ বার্তা থিমের মাধ্যমে তুলে ধরতে চলছে সমাজসেবী সংঘ।

শিল্প উন্নয়নের যুগে এখন জমিতে চাষ করতেই ভুলে গেছে বর্তমান সমাজ। চাষ না হলে খাবে কি? সেই বার্তায় ফুটে উঠবে মণ্ডপ জুড়ে। মণ্ডপজুড়ে শিল্পী ফিরিয়ে এনেছেন হারিয়ে যাওয়া মাটির ঘ্রাণ, ঢেঁকির তাল, জলের গান এবং কৃষিনির্ভর জীবনের ধারাপাত। বিশেষ করে মাতৃপ্রতিমার গয়না, শাড়ি থেকে শুরু করে সর্বাঙ্গ জুড়েই আউশ ধানের সোনালি গোছায় অলংকার সামগ্রী শোভা বর্ধন করবে।

কৃষকের সেই অমোঘ বার্তা ‘কর্ষণ’ ভাবনার মধ্যে থিমশিল্পী রাজু সরকার তুলে ধরতে চেয়েছেন , ‘আর করব না চাষ/ দেখি তোরা কী খাস?’ আসলে চাষির ছেলে শিক্ষা নিতে শহরে এসে আর গ্রামে ফিরছে না। শীতাতপ ফ্ল‌্যাটে ঢুকে ভুলে যাচ্ছে গ্রামের মা ও পরিবারকে। উলটোদিকে, নবপত্রিকার পুজো করেও শহরবাসী দ্রুত ঢুকে পড়ছেন এসি-রুমে। কিন্তু অধিকাংশ মানুষই ভুলে যেতে বসেছেন শস‌্য বিনা প্রাণ ধারণ কার্যত অসম্ভব।

সেই বার্তা তুলে ধরতে মণ্ডপজুড়ে থাকছে ঢেঁকি ছাঁটা চাল, জোয়াল, ঝুড়ি, লাঙল থেকে শুরু করে ধান উৎপাদনের জন‌্য প্রয়োজনীয় কৃষি ও কৃষকের যাবতীয় সামগ্রী। থাকছে বিশাল বাস্তবের ঢেঁকি। আর কৃষকের পরিবারের চিরন্তন সাথী সেই ঢেঁকির কাছে পৌঁছে দেখবেন, দুই মহিলা ঢেঁকিতে ধান থেকে চাল তৈরি করছেন। সঙ্গে পাশ থেকে ভেসে আসছে গ্রামীণ সভ‌্যতার অন‌্যতম অঙ্গ ঢেঁকির গান। 

You might also like!