Festival and celebrations

2 weeks ago

Lord Krishna's birthday : জন্মাষ্টমী উপলক্ষ্যে বিহারের আরারিয়ার বিভিন্ন মন্দিরে রাতভর ভক্তদের ভিড়

Araria temple bihar (symbolic picture)
Araria temple bihar (symbolic picture)

 

আরারিয়া, ২৭ আগস্ট : সোমবার মধ্যরাতে আরারিয়ার বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত হয়। মন্দিরে উপস্থিত ভক্তদের 'হরে কৃষ্ণ'র ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দিরের আশপাশের এলাকা। জানা গেছে, জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছিল বেলুন ও রঙিন পতাকা দিয়ে। এদিন রাত থেকেই ভক্তরা মন্দিরে ভিড় জমাতে শুরু করেন। সোমবার সারারাতব্যাপী মন্দিরগুলোতে ছিল ভক্তদের আনাগোনা। জন্মাষ্টমী উপলক্ষ্যে মাখন মিছরির প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের। পুজোর পাশাপাশি ছিল বিশেষ ভজন কীর্তনেরও আয়োজন।

You might also like!