Festival and celebrations

5 months ago

চুল আর গোঁফ পরানো হল অসুরকে !অসুর বদলে ক্ষোভ হিন্দু মহাসভার

Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রমেই বিতর্ক মাত্রা ছাড়াচ্ছিল, তার জেরেই বদলে গিয়েছে দক্ষিণ কলকাতার রুবি পার্কের অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজোর ‘অসুর’-এর চেহারা। সপ্তমীর রাতে চুল আর গোঁফ লাগিয়ে চেহারা বদলে দেয় পুলিশই।  

দাবি পুজো উদ্যোক্তাদের। এবং এই পরিবর্তন যে তাঁদের একেবারেই পছন্দ নয়, তা-ও জানাচ্ছেন পুজো কমিটির কর্তারা। এর প্রতিবাদে পুজোমণ্ডপের সামনেই অষ্টমীতে অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। জানিয়েছেন পুজোর মূল উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামী। বিষয়টি নিয়ে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বক্তব্য, আইনি পথেই তার মোকাবিলা করা হবে।

চন্দ্রচূড় বাবুর  দাবি, ‘‘সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কসবা থানার পুলিশ এসে জোর করে অসুরের মূর্তিতে চুল লাগিয়ে দিয়েছে। না হলে পুজো বিসর্জন দিয়ে দিতে হবে বলে পুলিশ আমাদের জানিয়েছিল। ওঁদের উপর না কি কেন্দ্র থেকে প্রচুর চাপ দেওয়া হচ্ছে। লালবাজারেও না কি চাপ দেওয়া হয়েছে। আমার কাছেও ফোন এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। ফোনে বলা হয়েছে, ‘গান্ধীর ব্যাপারে এ সব বিতর্ক করাই যাবে না।’ বলা হয়েছে, আমি গ্রেফতার পর্যন্ত হতে পারি।

You might also like!