Festival and celebrations

2 months ago

Celebration of Ram Navami : বৃহস্পতিবার 'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত হবে গোটা রাজ্যে, প্রস্তুতি তুঙ্গে

Ram Navami
Ram Navami

 

কলকাতা, ২৯ মার্চ  : রামনবমীর জন্য প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। প্রায় দু'হাজার শোভাযাত্রা থেকে কয়েক লক্ষ রামভক্তের ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হবে আকাশ বাতাস।

হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করেছিল তারা অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি সংখ্যক শোভাযাত্রা বের করবে। সাংবাদিক সম্মেলন করে হিন্দু জাগরণ মঞ্চের নেতারা জানিয়েছিলেন, রামনবমীর দিন শুধু তাদের পরিচালনায় ৬০০ র বেশি শোভাযাত্রা বেরোবে। সামগ্রিক ভাবে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবার কয়েক গুণ বেশি শোভাযাত্রা হবে। তাদের দাবি, এই সংখ্যা দু'হাজার ছাড়িয়ে যেতে পারে।

বিশ্ব হিন্দু পরিষদের প্রচারমাধ্যম সংযোজক সৌরিশ মুখার্জি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই একের পর এক শোভাযাত্রা বেরোবে। ৬ এপ্রিল হনুমানজয়ন্তি পর্যন্ত বিভিন্ন এলাকায় নানান অনুষ্ঠান চলবে। বিশ্ব হিন্দু পরিষদের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার সারা দেশেই রামনবমীর অনুষ্ঠানে বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া আগামী বছর অযোধ্যায় রামমন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছেন রামলালা। সেই উপলক্ষে আমরা ঘরে ঘরে রামলালাকে পৌঁছে দেব। এজন্য বিভিন্ন এলাকায় প্রশ্নোত্তর এবং রামলালা সাজো প্রতিযোগিতা হবে।

You might also like!