Festival and celebrations

1 week ago

Bhoot Chaturdashi 2024: ভূত চতুর্দশীতে থাকবে দু'দিন! কবে জ্বালাবেন ১৪ বাতি? কবেই বা খাবেন ১৪ শাক ?

Bhoot Chaturdashi
Bhoot Chaturdashi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কালিপুজো মানেই আলোর উৎসব। আর সেই দিনই পালিত হয় ভূত চতুর্দশী। বাঙালি ঘরে ১৪ বাতি আর ১৪ শাক খাওয়ার রীতি । এই দিনটি মূলত মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয় এবং কালীপুজোর পূর্ববর্তী দিন হিসেবে উল্লেখযোগ্য।

এ বছর ভূত চতুর্দশী তিথি ৩০ অক্টোবর দুপুর ১:১৫ মিনিটে শুরু হচ্ছে এবং ৩১ অক্টোবর দুপুর ৩:৫২ মিনিট পর্যন্ত চলবে। এর পরেই অমাবস্যা শুরু হবে, যা কালীপুজোর দিন হিসেবে পালিত হয়। উদয় তিথি অনুযায়ী, এই বছর ভূত চতুর্দশী কালীপুজোর দিনই পালন করা হবে।

ভূত চতুর্দশী উপলক্ষে মৃত আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ দিন বিশেষ করে পরিবারে মৃত সদস্যদের স্মরণ করা হয় এবং তাদের জন্য পুজো করা হয়। অনেকেই এই দিন ১৪টি বাতি প্রজ্বলন করেন, যা আত্মাদের প্রতি শ্রদ্ধার প্রতীক। ১৪ প্রকার শাক-সবজি খাওয়ার রীতি প্রচলিত রয়েছে, যা কেবল খাদ্য উৎসর্গ করার জন্য নয়, বরং জীবনের প্রাচুর্য এবং সবুজের প্রতি শ্রদ্ধারও প্রতীক।

You might also like!