Festival and celebrations

11 months ago

fashion choices with AI: এবার পুজোয় আপনার ডিজাইনার হোক এ আই

fashion choices with AI (Symbolic Picture)
fashion choices with AI (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রমেই এ আই আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।  ই-মেলের জবাব দেওয়া থেকে পছন্দের সিনেমার পরামর্শ, এআই-এ অভ্যস্থ হয়ে উঠছি আমরা। তবে কী এ আই পোশাক বেছে দিতে পারবে? 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসলে মানুষের পছন্দগুলি বুঝে নিয়ে উপযোগী সমাধান দেওয়ার ক্ষেত্রে ভাল কাজ করছে।আর তাই চোখকান বুজে এআই-কে অনায়াসে পুজোর প্রতিটি দিনের পোশাক বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া যেতেই পারে। ষষ্টি থেকে দশমী, পাঁচ দিন শুধু পাখির চোখ করুন হুল্লোড়, মজা, বেড়ানো আর রেস্তোরাঁকে। আর প্রতিদিনের গুরুত্ব , ব্যক্তিগত পছন্দ, শরীরের ধরনকে ‘মাথায়’ রেখে প্রতিটি দিনের জন্য নিখুঁত পোশাক বাছার কাজটা এ আই কেই দিন। 

যন্ত্রের উপযোগিতাকে পুরো মাত্রায় পেতে চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি (এআই)-র শরণাপন্ন না হয়ে রেহাই নেই। এআই-কে সাধারণত দু’রকম ভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমত, অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে চ্যাট জিপিটি বা বিং সার্চ অ্যাপ ইনস্টল করে নিতে হবে। দ্বিতীয়ত, আপনার ওয়েবব্রাউজার, যেমন ক্রোম বা ফায়ারফক্স-এর এড্রেস বারে https://chat.openai.com/ টাইপ করে।দুই ক্ষেত্রেই সাহায্য পাওয়া যাবে বিনা পয়সা খরচ করে। পরের পর্বটা একেবারে চ্যাট করার মতো। হোয়াটস্অ্যাপ বা মেসেঞ্জারে যেমন চ্যাট করেন, তেমনই এখানে প্রশ্ন করলে চ্যাট জিপিটি বা বিং সার্চ তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দরকারি উত্তর দেবে। ছবি ভিত্তিক চ্যাট করতে চাইলে ইনস্টল করতে হবে মিডজার্নি। তবে পোশাকের ক্ষেত্রে শব্দ ভিত্তিক চ্যাট-ই যথেষ্ট। 

প্রসঙ্গত, মানুষের রুচি ও শৈলী বোঝার ক্ষমতা আদতে এআই তার মজ্জার মধ্যেই রেখে দিয়েছে। অ্যালগরিজমকে কাজে লাগিয়ে গভীর ভাবে একজন ব্যক্তিকে নজরে রেখে। পোশাকি ভাষায় যাকে বলে, ডিপ লার্নিং অ্যালগরিজম। এর মাধ্যমে এআই কোনও ব্যক্তির পুরনো পছন্দ থেকে সেই ব্যক্তি কোন সেলেব্রিটিকে অনুসরণ করে, এমন অনেক কিছু বিশ্লেষণ করে সেই ব্যক্তির একটি পুঙ্খানুপুঙ্খ প্রোফাইল তৈরি করতে পারে।

এক্ষেত্রে কিছু কথা মাথায় রাখুন , আপনার দিক থেকেও চ্যাট জিপিটি-র মতো এআই-কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। তবেই নিখুঁত পোশাকের কথা বলতে পারবে এআই। প্রযুক্তির ভাষায় এটাকে বলে ‘প্রম্পট’। আসলে প্রম্পট হল এআই-এর বুঝতে পারার ভাষায় বলা কয়েকটা বাক্য।মূলত আপনাকে এআই-কে মূলত নীচে লেখা নিজের সম্বন্ধে পাঁচটা বিষয় জানতে হবে।

* প্রথম বাক্যে নিজের স্টাইলকে কয়েকটি শব্দে বর্ণনা করতে হবে। অর্থাৎ আপনি কেমন ড্রেস পছন্দ করেন।

**দ্বিতীয় বাক্যে রঙের একটি তালিকা দিন, যা পরে আপনি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

*** পরের বাক্যে লিখুন আধুনিক পোশাকের সঙ্গে পুরনো ঘরাণার মিলমিশ, নাকি শুধু আধুনিক বা শুধুই পুরনো ধাঁচের হবে। 

**** এর পরে লিখুন সুতি নাকি টেরিলন নাকি মেলানো মেশানো, এটা স্পষ্ট করে দিন এআই-কে। 

***** এই প্রম্পট ব্যবহার করতে পারেন , অথবা পুজোয় কেমন পোশাক এপনার জন্য মানানসই তা জানার জন্য ও এটি ব্যবহার করতে পারেন। 

তবে এ আই হোক বা আপনার অথবা আপনার প্রিয়জনদের দেওয়া পোশাকে আপনার পুজো হয়ে উঠুক সেরার সেরা। 

You might also like!