Festival and celebrations

3 weeks ago

Amit Shah: বঙ্গে পুজো উদ্বোধনে অমিত শাহ! তবে কি মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবে মাতছে বঙ্গ বিজেপি?

Amit Shah inaugurates Durga Puja (Symbolic Picture)
Amit Shah inaugurates Durga Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামনেই আসন্ন দুর্গাপুজো। মা দুর্গার আবাহনে মেতে উঠবে আপামর রাজ্যবাসী। আর মাত্র দু’সপ্তাহের অপেক্ষা। এই আবহে ফের দিল্লি থেকে পশ্চিমবঙ্গে উড়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, পুজো উদ্বোধন করতেই আসবেন তিনি। তবে কোন পুজো উদ্বোধন করবেন সেটা এখনও  চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে।

সম্প্রতি আরজিকরের ঘটনার আবহে উৎসবে এখনও সেভাবে সামিল হতে পারছে না কলকাতা বাসী। এই পরিস্থিতিতে উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি এই কথায় কান দিতে নারাজ।  আর জি কর পরবর্তী আবহে বিজেপি এবারে পুজো নিয়ে সংযত আচরণ করবে বলেই ঠিক হয়েছে। বর্তমানে আর জি করের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে রাজ্য বিজেপি নেতারা ব্যস্ত রয়েছেন।

তবে, রাজ্যের প্রতিটি জেলায় দুর্গাপুজোয় অংশগ্রহণ করে জনসংযোগ বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পুজোগুলিতে দলীয় নেতাকর্মীরা কতটা মাতবেন, সেই বিষয়টি আর জি করের ঘটনাপ্রবাহ দেখে নিয়েই নির্ধারণ করা হবে। অবশ্য এখন থেকেই দুর্গাপুজো নিয়ে মাতামাতি করতে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে রাজ্য বিজেপিকে বারণ করা হয়েছে বলেই সূত্রের খবর। 

You might also like!